বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ “প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার” শ্লোগানকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যৌণ হয়রানী, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের ওপর শিক্ষার্থীদেরকে সচেতন করার লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় পুরাতন সার্কিট হাউজ ভবনে ব্র্যাকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ব্র্যাকের আঞ্চলিক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যাবস্থাপক সাজ্জাদুদ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, রহিমা সুলতানা কাজল প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply