শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল:
বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি র্যাবের পক্ষ থেকে ইমেল বার্তা অবহিত করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উজিরপুরের গুঠিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) এবং মো. মাহবুবুর রহমান (২৬)।
প্রেরিত ওই বার্তায় র্যাব জানিয়েছে- এএসপি মুকুর চাকমা ও সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে বাবুগঞ্জ থানাধীন মাধবপাশা বাজারে রেডিয়াম ডিজিটাল ডায়াগনষ্টিক অ্যান্ড ডাক্তার চেম্বারে অভিযান পরিচালিত হয়। ওই সময় সেখান থেকে ভুয়া ডাক্তার পরিচয়দানকারী শেখ সাদী খান এবং মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে তাদের বরিশাল প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তীতে রিপন বিশ্বাসের উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং আগামীতে ডাক্তার পরিচয় না দেওয়ার শর্তে মুক্তি দেন।
Leave a Reply