সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে বলে দাবি করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জেলকোড অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি দাবি করে আসছে বিএনপি। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার কথা বললেও দলটি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে।
এ বিষয়ে রো্ববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে। এসময় তারা বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার অনুরোধ জানান।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা এসেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাত করতে। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমরা তাকে অনুরোধ করেছি তাকে যেন একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। উনি বলেছেন যারা দায়িত্বে আছেন সচিব এবং আইজি প্রিজনের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি দেখবেন। বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। আমাদের চেয়ারপারসনের পছন্দ ইউনাইটেড হাসপাতাল। সুতরাং তার ইচ্ছাকেই প্রাধান্য দেয়া উচিত। কারণ তিনি গুরুতর অসুস্থ।’
কারাগারে বেগম জিয়ার প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বারষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির লিখিত দাবির প্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন,‘এরপরেও তারা যে কথাটি বলেছেন তারা মনে করছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আবারও তারা ইউনাইটেড হাসপাতালের কথা বলেছেন। এবার নতুন করে এপোলো হাসপাতালের কথা বলেছেন। আমরা আবার মেডিকেল বোর্ড তৈরি করবো। তাদের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবো।এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরির্দশককে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান স্বারষ্ট্রমন্ত্রী।
Leave a Reply