সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ তথা কথিত আহলে হাদিস তথা (লা মাজহাবি-সালাফি) মতবাদ প্রচারের নামে কামরুল ইসলাম বাবুল নামে এক বেক্তি কর্তৃক ধর্মিয় অনুভুতিতে আঘাত ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ঈমান আক্বিদা সংরক্ষন কমিটি ভোলা জেলা শাখা। সোমবার সকালে ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক মাও:তাজ উদ্দিন ফারুকি। তিনি অভিযোগ করে বলেন বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম বাবুল নামে এক বেক্তি আহলে হাদিস তথা (লা মাজহাবি-সালাফি) মতবাদ প্রচারের নামে সমাজে বিশৃঙ্খলা করছে। আহলে হাদিস কম্পেলেক্স এর নামে আস্তানা তৈরির চেষ্টা করছে। ৪র্থ শ্রেণী প্রর্যন্ত পড়ুয়া কামরুল ইসলাম বাবুল আলেম না হয়ে আইন অমান্য করে ফতোয়াবাজি করে এলাকার ধর্মপ্রান মুসল্লিদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে ধর্মিয় অনুভুতিতে আঘাত করছে। ফলে এলাকায় মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এসময় তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে কামরুল ইসলাম বাবুল কে গ্রেফতার ও বিচারের দাবি করা হয় ।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে জেলা ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির সভাপতি মাও:বশির উদ্দিন ,সহ সাংগঠনিক সম্পাদক মাও: আতাউর রহমান, সমাজ কল্যান সম্পাদক মাও:তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।
Leave a Reply