শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় শনিবার রাতে একটি অফিসসহ তিনটি গৃহে চুরি হয়েছে। চোরেরা তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নলংকার, মোবাইল সেটসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কামরুল হোসেন মিলন জানান, শনিবার গভীর রাতে সংঘবব্ধ চোরেরা তার অফিস, পুরাতন বসত ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে সুকেশ আলমেরা ও ড্রয়ার ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভড়ি স্বর্নলংকার, ২টি মোবাইল ফোন সেট, ৪টি ব্যাংক ক্রেডিট কার্ড, ২টি মাস্টার কার্ড নিয়ে যায়।
এ ছাড়া দুবাই প্রবাসী বাদশা মুন্সীর প্রতিষ্ঠিত বিশ্বওলী খাজাবা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ হাই এর থাকার ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে একই ভাবে ২ভরি স্বর্নলংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
Leave a Reply