শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে : সংবাদ প্রকাশের পরে অবশেষে বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা পি জি এস মাধ্যমিক বিদ্যালয়ের অসুস্থ্য ৮ম শ্রেণির ছাত্রী রিংকু মল্লিককে দেখতে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে যান প্রধান শিক্ষক আলী আকবর খন্দকারসহ অন্যান্য শিক্ষকরা।
প্রসঙ্গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় রিংকু মল্লিক স্কুলে বসে পেটে ব্যাথা অনুভব করে অসুস্থ্য হয়ে পরলে তার প্রিয় বিদ্যাপিঠ তেতলা পি জি এস মাধ্যমিক বিদ্যালয়ের কোন শিক্ষক বা কর্তৃপক্ষ তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রয়োজন মনে করেননি বলে স্থানীয় সূত্রে জানাযায়।
এক পর্যায়ে তার অসুস্থ্যতার মাত্রা বেড়ে গিয়ে যখন খিঁচুনি হতে শুরু করে তখন রিংকু মল্লিকের দু’জন সহপাঠি তাকে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে শুরু করেন। তবে বিদ্যালয়ের কোন একজন শিক্ষক বা কর্তৃপক্ষ তার সাথে আসেননি ওই সময়।
অসুস্থ্য সহপাঠিকে নিয়ে দু’জন ছাত্রী যখন উপজেলার বাইশারী ইউনিয়ন অতিক্রম করছিলো তখন তাদের সাথে দেখা হয় বানারীপাড়া থানায় কর্মরত মানবতার সেবক খ্যাত পুলিশ অফিসার মো. জাহিদুল ইসলামের সাথে।
দু’জন ছাত্রী ইজিবাইকে করে অসুস্থ্য আরেকজন ছাত্রীকে নিয়ে আসার দৃশ্য দেখে তাদের সাথে কথা বলেন এএসআই জাহিদুল ইসলাম। তাদের কাছ থেকে সব শুনে তার ডিউটির কাজ রেখে নিজেই বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন অসুস্থ্য ওই ছাত্রীকে।
আনার পরে কর্তব্যরত চিকিৎসক মীরা মজিদ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিমে) নিয়ে যাবার পরামর্শ দেন। পরে এএস আই জাহিদুল ইসলাম অসুস্থ্য ওই ছাত্রীর দায়িত্ব নিয়ে ডাক্তারকে প্রাথমিক চিকিৎসা দিতে অনুরোধ করেন। বর্তমানে ওই ছাত্রী বানারীপাড়া ৫০ যশ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
একজন ছাত্রী অসুস্থ্য হবার পরে তাকে কোন শিক্ষক চিকিৎসার ব্যবস্থ্যা না করায় সচেতন মহল এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এ বিষয়ে পি জি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবরকে তার মুঠোফোন (০১৭১২……১১) নম্বরে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে কল করলে তিনি অপর প্রান্ত থেকে বলেন বর্তমানে সে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন পরে কথা হবে বলে কেটে দেন।
এ নিয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আঞ্চলিক পত্রিকাসহ সহ বিভিন্ন অনলাইন প্রর্টাালে সংবাদ প্রকাশের পরে ওইদিন সকালে তেতলা পি জি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর খন্দকারসহ অন্যান্য শিক্ষকরা অসুস্থ্য রিংকু মল্লিককে দেখতে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে তার খোঁজ খবর নেন।
Leave a Reply