শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধু বরিশালকে প্রাচ্যের ভ্যানিস হিসেবে দেখতেন। সেই প্রাচ্যের ভেনিসকে নতুন করে গড়তে উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি মেয়র। তিনি বরিশাল সিটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহন করেছেন। মেয়রের এই উদ্যোগ বাস্তবায়নে আইটি সেক্টরে যা যা প্রয়োজন হবে সেসব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবন ও মেয়রের কার্যালয় পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেছেন।
এর আগে প্রতিমন্ত্রী এ্যানেক্স ভবন ও মেয়র এর কার্যালয় পরিদর্শনে গেলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালকে স্মার্ট সিটিতে রূপান্তর করার লক্ষ্যে নেয়া তার পরিকল্পনাগুলো প্রতিমন্ত্রীকে জানান। যা দেখে অভিভুত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘এমন পরিকল্পনা দেখে আমি অভিভুত হয়েছি। বিসিসি মেয়রের পরিকল্পনা আমাকে আরো সমৃদ্ধ করেছে। তার এই পরিকল্পনার ফলে বরিশাল স্মার্ট সিটিতে রূপান্তরিত হবে। আর সেটা অনুসরন করবে অন্যান্য সিটি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করার জন্য মেয়র যে পরিকল্পনা গ্রহন করেছেন তা নিঃসন্দেহে একটি ভালো এবং প্রসংশনিয় উদ্যোগ।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশ ডিজিটাল হচ্ছে। তাই সকল ক্ষেত্রেই প্রযুক্তির ছোয়া লাগছে। বরিশাল নগরীর যতগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তাছাড়া এ বছরই বরিশালে শুরু করা হবে হাইটেক পার্কের নির্মান কাজ। এ হাইটেক পার্কে একটি সিনেপ্লেক্সও থাকবে।
এ্যানেক্স ভবন পরিদর্শকালে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এ্যানেক্স ভবন পরিদর্শনে গেলে সেখানে মেয়র ও কাউন্সিলরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply