রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ “নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারিদের রুখে দিতে হবে। স্বাধীনতারপর থেকেই বাংলায় আওয়ামীলীগ ধ্বংসের মিশনে নেমেছিলো একটি চক্র। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে সেই মিশন সম্পূর্ন করতে চেয়েছিলো ঘাতকরা। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় বেঁচে যায়।
পরবর্তীতে শেখ হাসিনা আওয়ামীলীগের হাল ধরেন। কিন্তু আজকের এই প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য ২৩ বার হত্যা চেষ্টা করা হয়। ওই ঘাতকের এজেন্টরা সারা দেশে ছড়িয়ে রয়েছে। তারা এখন তৃন্যমূল আওয়ামীলীগে প্রবেশ করে শেখ মুজিবের আওয়ামীলীগ ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। সেটা হতে দেওয়া হবে না। প্রকৃত কর্মীরা বেঁচে থাকতে সেটা হতে দেওয়া হবে না।
দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি)’র নির্দেশনা অনুযায়ী আওয়ামীলীগ সু-সংগঠিত হতে হবে”। বাবুগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভার পূর্বে ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে খন্ড খন্ড মিছিলে মিছিলে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ কানায় কানায় পরিপূর্ন হয়।
সভায় জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম.আর বাদল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন বলেন, দক্ষিন বাংলার আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশ মোতাবেক উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার ৬টি ইউনিয়নে শোক দিবস পালন করা হচ্ছে।
শোক সভায় জনতার ঢল আমাদের আত্ম বিশ^াস আরো বৃদ্ধি পাচ্ছে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সহ-সভাপতি আব্দুল মতিন রাঢ়ী, সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন,উপজেলা আ’লীগের যুগ্ন-সস্পাদক মোস্তফা কামাল চিশতি,যুগ্ন-সস্পাদক খন্দকার মোঃ কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ শাহরিয়া আহম্মেদ শিল্পী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, সহ-দফতর সস্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সস্পাদক আব্দুর রহমান,
ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল করিম হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক, উপজেলা মহিলালীগের সভানেত্রী সেতারা বেগম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আ’লীগ নেতা রেদোয়ান শরীফ, ওপেন মন্ডল,আবুল হোসেন, যুবলীগের সহ-সভাপতি আনিচুর রহমান মোল্লা,
শ্রমিকলীগের সাধরন সস্পাদক তাওহীদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ,এম কামাল হোসেন,ছাত্রলীগের সাধারন সস্পাদক গোলাম কিবরিয়া,আবুল কালাম কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, ওবায়দুল হক জুয়েল, জহিরুল ইসলাম মুরাদ, ফারুখ হোসেন, সাব্বির হোসেন আলিফ, মোঃ মিলনসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার সর্ববৃহত শোক র্যালি বের করা হয়। ৫ সহাস্রাধীক নারী পুরুষের অংশ গ্রহনে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সভাস্থলে এসে শেষ হয়।
Leave a Reply