সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ জেলার উপজেলা সদরে আজ ১৩ জুয়ারিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামাল হোসেন’র ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। এর আগে রবিবার রাতে শহরের সদর রোডের আবাসিক হোটেল আফরোজ থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ সেট তাস ও জুয়া খেলার ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
জরিমানাকৃতরা হলো, মো: মিজানুর রহমান (৩০), মো: মনির (২৮), রিয়াজ (২৯), আমির হোসেন বাবু (৩৫), ঝিলন (৩৫), মাকসুদুর রহমান (৩০), বিরাজ চন্দ্র (৩৩), মামুন (২৫), হুমায়ুন কবির (৩৮), জুয়েল (৩২), শাখোয়াত হোসেন (৪০), নীল রতন (২৫) ও মো: ফয়সাল (৩৫)। তারা সবাই পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইউএনও মো: কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে জুয়া খেলার সময় সদর রোডের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আজ সকালে তাদের প্রত্যেককে আইন অনুযায়ী সর্বোচ্চ ১০০ টাকা করে জরিমানা করা হয়। পরে প্রত্যেককে এমন কাজ আর করবেনা এই মর্মে সাদা কাগজে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply