শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
জাতীয় ঐক্য গঠনে মতৈক্যে পৌঁছেছেন গণফোরাম, যুক্তফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
অনলাইন ডেস্ক:
মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নিতে সন্ধ্যার পর থেকেই ড. কামালের বেইলি রোডের বাসায় আসতে থাকেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ড. বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান আহমেদ মনসুরসহ অন্যান্যরা। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের বৈঠক শুরু হয়।
Leave a Reply