শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল :পিটিয়ে পঙ্গু করে দেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালী মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল শুনানী শেষে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃশাহীন উদ্দিন এ আদেশ দেন বলে সত্যতা নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মোঃ সাখাওয়াত হোসেন।এর আগে ২২ জুলাই ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহম্মেদের ভাই রাইভিউল কবির স্বপন ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ধান গবেষণা রোডস্থ ইউসুব দুরানীর ছেলে মোঃকালাম দুরানী। আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল রিপোর্ট দাখিলের জন্য রেখে দেন।ঐ মামলার অন্যান্য আসামীরা হলেন,স্বপন মিয়ার ছেলে শাওন আহম্মেদ, সেরাজ খানের ছেলে রাকিব খান,বাদল মিয়ার ছেলে সুমন মিয়া,আনোয়ার মিয়ার ছেলে মাছুম মিয়া,কালুর ছেলে জহির ও দুলাল হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার।
এছাড়া মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়,২০১৬ সালের ২৬ আগস্ট বাদী ভিটি ভরাট করার জন্য জায়গা রাখে।ওই জায়গা আসামীরা ড্রেজার দিয়ে ভরাট করে মালিকের কাছ থেকে সব টাকা নিয়ে আসে।ওই টাকা থেকে বাদীকে কোন টাকা দেয়নি।ফলে বাদীর পাওনা টাকা চাইতে গেলে ওই সকাল ১১ টায় বাদীর বসত বাড়ির আসামীরা পরিকল্পিতভাবে বাদীর উপর হামলা চালায়।এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়।
বাদীর ডাক-চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়।স্থানীয়রা বাদীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।শেবাচিম হাসপাতালের ডাক্তার বাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় না নিয়ে বরিশালের পলি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।
Leave a Reply