মেহেন্দিগঞ্জে ধর্ষণ ধামাচাপা দিতে তৎপর সাংবাদিককে হত্যার হুমকি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




মেহেন্দিগঞ্জে ধর্ষণ ধামাচাপা দিতে তৎপর সাংবাদিককে হত্যার হুমকি!

মেহেন্দিগঞ্জে ধর্ষণ ধামাচাপা দিতে তৎপর সাংবাদিককে হত্যার হুমকি!




নিজস্ব প্রতিবেদক:-বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ-হিজলা আসনের সাংসদ পংকজ নাথের নাম ভাঙিয়ে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাহমুদ বেপারীর বাহিনীর সন্ত্রাীরা।

এলাকার শান্তিপ্রিয় জনসাধারণকে জিম্মি করে গণধর্ষণ-ধর্ষণ,চুরি-ডাকাতি,ছিনতাই,মারামারি,আত্মহত্যার প্ররোচনা,বিবাহ বিচ্ছেদ,সাম্প্রাদায়িক দাঙ্গা-হামাঙ্গা,চাঁদাবাজি,লঞ্চ-ষ্টিমার ডাকাতি,মাদক ব্যবসা ও অস্ত্র চোরাচোরাচালানী ব্যবসা,ঘুষ,অন্যায়-অবিচার,চাঁদার দাবিতে ধরে নিয়ে শিকলে বেঁধে নির্যাতন ও হত্যা,জাল-জালিয়াতি কাগজপত্র তৈরি করে অপরের সম্পদ আত্মসাৎ,গরীবের রেশনের চাল,বিজিএফ,ভিজিডি”র চাল চেয়ারম্যানকে জিম্মি করে কালোবাজারে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে প্রমাণ সাপেক্ষে সংবাদ প্রকাশ করায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডিজিটাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটনেট পত্রিকার প্রকাশক-সম্পাদক এবং সম্পাদক পরিষদের সদস্য ও সাংবাদিক কল্যাণ ইউনিয়নের সদস্য সহ সাংবাদিক বিভিন্ন সংগঠনে দায়িত্বরত এম মাজহারুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে খুন-জখমের পায়তারা চালাচ্ছেন।

উল্লেখ্য গত শুক্রবার ( ২৪ মে ২০১৯) রাত পৌনে পূর্ব শ্রীপুর মৃত কাদের হাওলাদারের স্কুল পড়ুয়া মেয়ে ছদ্মনাম পাখি(১৪) কে মিয়ারচর গ্রামের মেম্বার হুমায়ূন গাজীর খালাতো ভাই শাহ আলম হাওলাদারের ছেলে ২ সন্তানের জনক কবির হাওলার ধর্ষণ করে। ডিজিটাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটনেট পত্রিকায়

মেহেন্দিগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন-হাতেনাতে আটক ধর্ষক!

শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনায় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) মোঃ মুজিবুর রহমান ঘটনাস্হলে তদন্তে আসেন। ভিকটিম ও তার পরিবার এবং স্বাক্ষীদেরকে এলাকা ছাড়ার হুমকি দিয়ে জিম্মি পূর্বক স্বাক্ষী দিতে দেয়নি।এছাড়াও পুলিশের উপদস্হ কর্মকর্তাদের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মাহমুদ বেপারীর নেতৃত্বে তার বাহিনীর ২০/২৫জন সন্ত্রাসীরা হোন্ডা যোগে অস্ত্র-সশস্ত্র নিয়ে মাজহারুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়ে তান্ডব চালিয়ে সবাইকে জিম্মি পূর্বক হুমকি দিয়ে বলেছেন ওরে এইবার পেলে ইয়াসিন সরদারকে যেভাবে শিকল দিয়ে বেঁধে পিঠিয়ে হত্যা করা হয়েছে।সেভাবেই ওকে শেষ করে দিবো।এর আগেও ১০/১২ বার পিঠিয়ে গায়ের চামড়া খসিয়ে দেয়া হয়েছে।তারপরেও ভালো হয়নি।থানার পুলিশের উপস্হিতিতে প্রকাশ্যে এসব অশ্লীল মন্তব্য উচ্চ-বাচ্চ্য হুমকি দেয়া হলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্হা নেয়নি। মাহমুদ বাহিনীর বিরুদ্ধে মাজহারুল ইসলাম বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে জীবনের নিরাপত্তা চেয়েও হামলা-মামলা শিকার হয়েছে। ডিজিটাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটনেট পত্রিকায়

শ্রীপুরে শিশুকে গনধর্ষন-সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি!ঘটনার ১৮ দিন পর ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক-১

এমপি পংকজ নাথের নির্দেশে সংবাদকর্মীকে অপহরন ও হত্যার চেষ্টা-দেড় বছরেও অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ

সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে সাংসদ পংকজ নাথ স্বপরিবারে কানাডা ও যুক্তরাষ্ট্রে সফরে থাকায় মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলতে না পারায় তার ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে,ইমো, হোয়াইটস অ্যাপসের মাধ্যমে অবগত করা হয়েছে।তাছাড়াও মোবাইল ফোনে খুঁদে বার্তা পাঠানো হয়েছে। ৫টি খুঁদে বার্তার একটি পাঠকের জ্ঞাতসার্থে হুবহু তুলে ধরা হলো:-
দাদা:∓ মাহমুদ বেপারীর গ্রুপ,মমতাজ মৃধার এবং হারুন মোল্লার কারণেই আ.লীগ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।সাংবাদিকতা কি? ছেড়ে বাড়ি-ঘর ওদের দিয়ে দেশ ছেড়ে চলে যেতে হবে কিনা! ওদের জিজ্ঞাসা করুন।আমাকে মারার যদি ওদের ইচ্ছে থাকে,তাহলে দাফন-কাপনের সামগ্রী নিয়ে হাজির হবো।তবুও এভাবে মান-ইজ্জত নষ্ট করতে না বলুন। আমি আওয়ামী লীগের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি।বিস্তারিত পড়ুন জানতে পারবেন-

ওরা পুলিশ নাকি!সন্ত্রাসী বাহিনী-শ্রীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর-অগ্নিসংযোগ,লুটপাট,মারধরের ঘটনায় প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি!

শ্রীপুর ইউনিয়নের কথিত আ.লীগের সাধারন সম্পাদক ও সাবেক বিজেপির সদস্য মাহমুদ বেপারী নির্বাচনের আগে ৩০ অক্টোম্বর ২০০৬ আ.লীগে যোগদান করলেও ২৩ মার্চ ২০১২ বিএনপিতে যোগদান করেছে। পংকজ মনোনয়ন পাওয়ায় ৫ ডিসেম্বর ২০১৩ আ.লীগে যোগদান করেছে।
তার কাছে প্রেরণ করা ২টি খুঁদে বার্তা পাঠকের জ্ঞাতসার্থে তুলে ধরা হলো:- লিডার:-মানুষ চির পৃথিবীতে বেঁচে থাকে না।হয়তো আপনি আজীবন বাঁচাতে পারেন।যখন হারুন মোল্লা শেখ বাহিনীর সন্ত্রাসী দিয়ে আপনাকে পিঠিয়ে ল্যান্টা করে আ.লীগ অফিস কুপিয়ে তছনছ করে বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর-অগ্নিসংযোগ লুটপাট মারধরের ঘটনায় তখন আপনার পাশে কেউ ছিল না।শুধু প্রতিবাদ ও প্রতিরোধ করে আজকের বার্তা পেপারে নিউজটা করেছি।এসপি দেবদাস ভট্টাচার্য (বর্তমানে রংপুরে ডিআইজি) সাবেক ডিআইজি বিনয় কৃষ্ণ মল্লিক(বর্তমানে অতিরিক্ত আইজিপি) (প্রশাসন সদর দপ্তর) কাছে অভিযোগ দিয়েছি।আপনার পক্ষ করায় ৫১দিন জেল খাটছে হয়েছে। হারুন মোল্লা ৬টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।আমার পরিবারের ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বিস্তারিত জানতে

ওরা পুলিশ নাকি!সন্ত্রাসী বাহিনী-শ্রীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর-অগ্নিসংযোগ,লুটপাট,মারধরের ঘটনায় প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি!

হারুন মোল্লা ২০১১-২০১৪ যতটা ক্ষতি করেছে।তার প্রতিফল পেয়েছে।যার কারনেই অফিস ভাংচুর মামলার ভয়ে ৩ বছর গ্রামে আসতে পারেনি।সহিদ মল্লিক ছিল,হোটেল পার্কের সামনে বসে স্বীকার করেছেন।আমাকে দিয়ে আপনার সব ফায়দা হাসিলের পর আমাকে আপনি যা ক্ষতি করেছেন।এখনো করার চেষ্টা করতেছেন।তার বিচার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কাছে দিলাম।রুবেল কাজী ও রশীদ কাজীকে চাল চোর বানিয়ে দেশ ছাড়া করার এমপির বাসায় গিয়ে ৩ বছর গ্রামে আসতে নিষেধ করে রুবেল কে এমপি নিজেই।আমি দলের এক পয়সাও গ্রহণ করি নাই।একটা স্লিপ বা কেজি চাল না।তবুও আমার হামলায় করায় ২ বছর দলের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।এখন সময় আছে,ভবিষ্যতে দলের নেতা ও চেয়ারম্যান হতে পারেন।সেই কাজ করুন। আগামী নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

মাহমুদ বেপারী সহযোগী মেম্বার হাফেজ খাঁনের কাছে প্রেরণ করা খুঁদে বার্তা পাঠকের জ্ঞাতসার্থে তুলে ধরা হলো:-
ভাই।আত্নীয় ছাড়া অন্য কাউকে দিয়ে রাজনীতিতে কেউ আগাতে পারে না।হারুন মোল্লার শেখ গ্রুপ থেকে এক পয়সার উপকার পায় না।সৎ মামাতো ভাই,মামুদের বাঁচাতে নিজের খরচে হামলা-মামলা মোকাবিলা করে চেয়ারম্যান। এইবার ভোট সূর্যের আলো পেতে না।হারুন চেয়েছে শ্রীপুরে শহিদ খান,মন্নান শেখ,বাহেরচর গ্রামের ছালাম,শাহিন,যুবরাজ,চরফেনুয়া পলাশ,সামাদ,মিয়ারচরে ইউসুফ,চরবগীতে চানু মৃধা শুধু তোমার দুই ভগ্নিপতি ও তোমাকে মেম্বার বানাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কে কে মেম্বার হবে তার সিদ্ধান্ত আমার ফেসবুকে নির্বাচনের পোস্ট দিয়েছিলাম।তারাই হয়েছে।আমার যতো হামলা ও মামলা তার জন্য দায়ী তুমি এবং শাজাহান মৃধার তোমাদের আস্কারায় সন্ত্রাসীরা আমাকে নির্যাতন ও হামলা-মামলা করছেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি”র বিরুদ্ধে দূর্নীতি-অনিয়মের এন্হার অভিযোগ-ওসি শাহীন খানকে ক্লোজড!

শ্রীপুর কালাবদর রাক্ষুসে নদীর কবলগ্রাসে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে-প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সাধারন মানুষ

এক বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

বিদ্যুৎ সংযোগের নামে আলিমাবাদ(শ্রীপুর) চলছে চাঁদাবাজির মহউৎসব ১০-২৫ হাজার টাকা-তবে বরিশালের ৪থানায় ৫শ ৬৫ টাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান

বরিশাল-ভোলা সড়ক ব্যবস্থায় কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণের কাজ শুরু এ মাসেই

কালাবদর-তেতুলিয়া নদীর ভাঙন কবলগ্রাসে মানচিত্র থেকে শ্রীপুর ইউনিয়ন বিলীন হয়ে যাচ্ছে-প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় ভূক্তভোগীরা

বরিশাল-ভোলা আন্তঃজেলা সীমানা আইনী জটিলতা আটকা-সড়ক যোগাযোগ-গ্যাস,বিদ্যুৎ বঞ্চিত লাখো মানুষ

বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্হা নেই-চরম দূর্ভোগে শিকার ৪০ লক্ষাধিক মানুষ

শ্রীপুর ইউপি”র কার্যালয়ে শিকলে বেঁধে চাঁদার দাবিতে ইয়াছিনকে পিটিয়ে হত্যা-অপমৃত্যু মামলায় দায় মুক্তি খুনিরা

বরিশাল-৪ আসন হিজলা,মেহেন্দিগঞ্জ অভ্যন্তরীন কোন্দলে আ.লীগ-বিএনপির ঘাঁটি পূরুদ্ধারের চেষ্টা

আ.লীগ ধ্বংসের মিশনে সাংসদ পংকজ নাথের ক্যাডার বাহিনীর তান্ডব-ত্যাগী-পরিক্ষীত নেতা-কর্মীরা হামলা,মামলায় পঙ্গু-নৌকার সমার্থক মুক্ত করার অপচেষ্টায় লিপ্ত-সংবাদ সম্মেলনে, মইদুল ইসলাম

মেহেন্দিগঞ্জে ভূমি দস্যুরা জেলা প্রশাসনের ভূমি কর্মকর্তা-কর্মচারীর সহি/স্বাক্ষর জালিয়াতি করে ৫হাজার একর জমি দখল মিশনে সক্রিয়

মেহেন্দিগঞ্জে চরমহিষার আনিসকে পরিকল্পিত হত্যা-ধামাচাপার চেষ্টায় কোটি টাকার ঘুষ মিশনে চেয়ারম্যান-মেম্বাররা -অপমৃত্যু মামলায় দায় সারছে পুলিশ

সুত্র,ডিজিটাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটনেট

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD