রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: “নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ এই প্রতিপ্যাদ্য নিয়ে বরিশালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক হিমন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিসি এস.এম অজিয়র রহমান।বিশেষ অতিথি ছিলেন বরিশাল কোতয়ালী মডেল থানা সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ, ডিপুটি সিভিল সার্জন মুন্সি মমিনুল হক, এডওয়ার্ড সেফটি এমভাইরাল সেন্ট অফিসার (চিনা নাগরীক) দেং লিবো, সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে সহ বিভিন্ন শ্রমীক ও মালিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এর পূর্বে নগরীর আমানতগঞ্জ কলকারখানা ও পরিদর্শন কার্যালয় থেকে ডিসি এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে নগরীতে র্যালি বের করা হয় । র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ করেন তারা।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল ডিসি এস.এম অজিয়র রহমান। পরে আলোচনা সভা শেষে শ্রমীকদের জণ্য সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালন করেন বরিশাল উদীচী শিল্পগোষ্ঠি
Leave a Reply