বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥মিথ্যা মামলা, হামলা ও একেরপর এক হয়রানীমূলক কর্মকান্ডে দিশেহারা হয়ে পরেছে বাবুগঞ্জের ওলানকাঠী গ্রামের চায়ের দোকানী রত্তন হাওলাদারের অসহায় পরবিারটি। উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামে হাওরাদার বাড়ীতে রত্তন হাওলাদারের বসবাসরত পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৩০ শতক জমি থেকে উচ্ছেদের উদ্দিশ্যে বড় ভাই কাঞ্চন গং দীর্ঘ দেড় বছর যাবৎ হয়রানী করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ই আগস্ট) বিকালে উচ্ছেদের উদ্দিশ্য হাচিলের জন্য ২০ হাজার টাকা মূল্যের খরের পালায় কাঞ্চন হাওলাদার ও তার পরিবার পরিজনদের প্ররোচনায় আগুন দেয় নাতী-নাতনীরা বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে গিয়ে পার্শবর্তী ঘরে ছড়িয়ে পরার আগে আগুন নিয়ন্ত্রনে আনলেও পালাটি ভস্মীভূত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন বাবুগঞ্জ থানা পুলিশ। উল্লেখ্য ২৮ জানুয়ারী ২০১৮ তারিখে বাবুগঞ্জ থানা পুলিশের মধ্যস্থতায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ দুই ভাইয়ের মধ্যে জমি মাপ দিয়ে পিলার দ্বারা সীমানা নির্ধারন করে দেয়। কিন্তু কয়েকদিন পরে গায়ের জোরে ওই শালিস অমান্য করে সীমানা পিলার তুলে ফেলে কাঞ্চন গংরা। এছাড়াও রত্তন হাওলাদারের স্ত্রী ও পূত্র সবুজকে বেশ কয়েকবার কাঞ্চন হাওলাদার,স্ত্রী মমতাজ বেগম,পূত্র মনির হাওলাদার,সামিম হাওলাদার ও নাতী শান্ত বেধরক মারধর করে বলেও অভিযোগ রয়েছে ভূক্তভোগী পরিবারটির। ভুক্তভোগী পরিবারটি এ ধরনের হয়রানির হাত থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। বাবুগঞ্জ থানা পুলিশ বলেন,খড়ের পালায় আগুন দেয়ার ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply