মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন মেয়র ও ১৮টি ওয়ার্ডের নির্বাচন এবং ঢাকা দক্ষিণের ১৮টি ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট শেষে চলছে, এরই মধ্যে বেশ কিছু কেন্দ্রের বেসরকারি ফলাফলও এসে গেছে।
ডিএনসিসির মেয়র পদে এবার আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে, এনপিপির আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে এবং পিডিপির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply