মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জুলাই বরিশাল সিটিকর্পোরেশন নির্বাচন। ইতি মধ্যে মনোনয়ন ক্রয় ও জমা দেওয়া শেষ হলেও কিছু ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের আচরন বিধী অমান্য করার অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়- মনোনয়ন পত্র ক্রয় করার পরদিন থেকেই বেপরোয়া হয়ে উঠেছেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: জাহাঙ্গীর হোসন। অভিযোগ রয়েছে মার্কা পাওয়ার পর তিনি ২৮ নং ওয়ার্ডে তার পতিদন্দি প্রার্থী ৩ বারের কাউন্সিলর মো: হুমায়ূন কবিরের কোন কর্মীকে গন সংযোগ করতে দিচ্ছেননা। শুধু তাই নয়- কোথাও নির্বাচনি কোন পোষ্টার লাগতে গেলেও জাহাঙ্গীরের কর্মী সমর্থকদের বাধায় তা পন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যে ভিবিন্ন স্থানে কাউন্সিলর হুমায়ূন কবিরের পোস্টার লাগাতে গেলে তাতে জাহাঙ্গীর সমর্থিত শেরে বাংলা সড়কের বাসীন্দা মাদক ব্যাবসায়ী খালেদ ওরফে ইয়াবা খালেদের নেতৃত্বে হামলা করা হয়। যার ফলে হুমায়ূন কবিরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয় বলে জানাযায়।
এদিকে জাহাঙ্গীর হোসেনের পালিত ক্যাডাররা প্রকাশ্যে রাস্তায় বের হয়ে এই বলে হুমকি দেয় যে- যদি কেউ কাশীপুর বাজার থেকে শুরু করে নথুল্লাবাদ এরিয়ার মধ্যে হুমায়ূন কবিরের পোষ্টার ও প্রচারনা চালায় তাহলে তার হাত পা ভেঙ্গে ফেলা হবে। আর এসব ক্ষেত্রে পিছনে বসে কলকাঠি নাড়ছেন কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন। স্থানিয়রা জানিয়েছেন- জাহাঙ্গীর হোসেনের এমন আচরনের প্রভাব পরতে পারে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র মেয়র নির্বাচনে। সেক্ষেত্রে কাউন্সিলর হুমায়ূন কবির জানিয়েছেন- আমি আগামী নির্বাচনে ২৮ নং ওয়ার্ডের নির্বাচন নিয়ে সশংয় আছি। আমি বিষয়টি নিয়ে অতি দ্রুত প্রশাসনের উর্দ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানিয়েছেন- যদি কেউ নির্বাচনী প্রচারনায় কোন অনিয়ম ও কারো প্রচারনায় অনৈতিক ভাবে বাঁধা প্রধান করলে তার বিরুদ্বে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply