রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টি থেকে গ্রেপ্তার করা হয়েছে হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, এ সময় পালিয়ে বেচেছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা। এ সময় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়াও গ্রেপ্তার হন।
মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে সাস্থ্যবিধি না মেনে চলছিলে পার্টি। এখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালায়। ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু। তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। সুজান, রায়না এবং গুরু আপাতত জামিনে আপাতত মুক্ত।
রিপাবলিক টিভির জানায়, একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়েছেন।
প্রসঙ্গত, দেশের অন্য রাজ্যগুলির মতো নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে মহারাষ্ট্রও। সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে নাইট কারফিউ। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই কারফিউ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে কারফিউয়ের জন্য।
Leave a Reply