শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
সুমন খান,স্বরুপকাঠী প্রতিনিধি:
মাধ্যমিক স্কুল শিক্ষার নিয়ম নীতি উপেক্ষা করে সমুদয়কাঠীর দূর্গাকাঠী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশকে চরম অরাজকতার পরিবেশ সৃস্টি করার অভিযোগ উঠেছে স্কুল প্রধান শিক্ষক শেখর মজুমদারেরর বিরুদ্ধে। স্থানীয় ছাএ ছাএী সহ অভিবাবকদের অভিযোগের ভিত্তিতে বাবু শেখর মজুমদারের নানান অনিয়মের চিএ ফুটে উঠে। সরেজমিনে জেলার গন মাধ্যম কর্মীরা সহ স্থানীয় বহু মিডিয়ার লোকজন স্কুল প্রধান শিক্ষকের বিষয়ে মাঠ পর্যায়ে অবলোকন করেন। এস এস সির রেজাল্ট খারাপ সহ কম ছাএ ছাএী,বিদ্যালয়ে অনিয়মিত, হাজিরা খাতায় না এসে অগ্রীম স্বাক্ষর করার বহু চিএ ফুটে উঠেছে। মিডিয়ার প্রথম প্রশ্নের জবাব দিতোই হিমশিম খেয়েছেন। প্রতিষ্ঠানে আট শিক্ষক রয়েছে এস জি এএস বিদ্যালয়ে।
আর এই প্রতিষ্ঠানের কোন এক ক্লাশে আট ছাএ ছাএী। প্রশ্ন হল কেন তারা ফেল করবেন অর্থাৎ আট শিক্ষক আর আটজন ছাএ ছাএী হলে কোন মতেই ফেল করার কথা নয়।এ ব্যাপারে অভিযোগকারীরা ক্ষোভের সাথে বহু কথা বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধ কখন সময় মাসের দিনে দশ দিন স্কুলে উপচ্ছিত অভিযোগ পাওয়া গেছে। মাসের মধ্যে গড়ে বার তের দিন প্রতিষ্ঠানে সময় দেন। আবার আসেন দুপুর বারটার সময়ে আর চলে যান তিনটার পর পরই।
বিগত সময়ের চেয়ে বর্তমানে লেখাপড়ার মান নিয়ে অভিযোগের অন্তঃ নেই। এ ব্যাপারে মহিলা মেম্বর মিডিয়াকে বলেন,আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। তার অযোগ্যতা ও খাম খেয়ালিপনার কারনে আমাদের এলাকার প্রতিষ্ঠান যায় যায় অবস্থা বিরাজ করছে। আসলে এই প্রতিষ্ঠানে শেখর মজুমদার যোগ্য নয়। যোগদানের সময়ে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরী নিয়েছেন। আর সে কারনে এই প্রতিষ্ঠানের উপর কোন মায়া দয়া নেই।
এ ব্যাপারে স্কুল প্রধান শিক্ষক শেখর মজুমদার গন মাধ্যম কর্মীদের জানান,আমি ঝালকাঠী থেকে আসি বিদায় আমার লেট হয়।অথচ তার বাড়ি থেকে আসতে বিশ মিনিট লেগে যায়। আর মাসের মধ্যে বেশীর ভাগ সময়ে স্কুলের কাজে বাহিরে থাকি। ঘুষ দিয়ে চাকুরী নেইনি আর এটা একটা ষড়যন্ত্র। অন্যদিকে স্কুলের সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান সবুর তালুকদার মিডিয়ার আনাগোনা টের পাওয়ায় সকাল থেকে বিকাল পর্যন্ত ফোন বন্ধ পাওয়া যায়।এদিকে স্কুলে গিয়ে আর এর চিএ ফুটে উঠে স্কুলের অফিস সহকারী নিয়োগ নিয়ে। প্রশাসন উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার জন্য আহবান জানান। সর্বশেষ হেড মাস্টারের স্বেচ্চা চারিতা সহ সমগ্র পরিবেশ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে সর্বএ।
Leave a Reply