শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি :
ক্লাশ চলাকালীন শ্রেণী কক্ষে প্রবেশ করে ছাত্রীর সাথে কথা বলতে না দেয়ায় শিক্ষককে মারধর করে আহত করার ঘটনায় পাঁচ বখাটেদের বিরুদ্ধে সোমবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ এলাকার।
এজাহারে জানা গেছে, ঐচারমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর আবাসিক ছাত্রী ও বারপাইকা গ্রামের মিলন বাড়ৈর কন্যা তমা বাড়ৈর সাথে স্কুল চলাকালিন সময় গত ৮ সেপ্টেম্বর শ্রেণী কক্ষে ঢুকে কথা বলতে চায় বহিরাগত বখাটেরা। এসময় শ্রেণী শিক্ষক তাপস মাখন দেউরী তাদের বাঁধা দিয়ে স্কুল থেকে বের করে দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সহকারী শিক্ষক তাপস মাখন দেউরীর গতিরোধ করে তার উপর হামলা চালায় স্থানীয় চিহ্নিত বখাটে আকাশ বেপারী, সৈকত হালদার, হৃদয় বাড়ৈ, নিউটন বিশ্বাসসহ তাদের সহযোগীরা। এসময় শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে হামলা আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী মনোনীতা দেউরী বাদী হয়ে হামলাকারী পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
Leave a Reply