বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ কুয়াকাটা মাছ বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) ২৪ কেজি ওজনের বিশাল কোরাল মাছের দেখা মিলেছে। মাছটি সংগ্রহ করেছেন কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী মোঃ বশির গাজী, যিনি সুন্দরবন এলাকা থেকে মাছটি কিনেছেন। মাছটির ওজন ২৩ কেজি ৬৫০ গ্রাম এবং কেজি প্রতি ১,৫২০ টাকায় বিক্রি হয়ে ৩৫,৯৩৮ টাকায় মাছটি বাজারে বিক্রি হয়েছে।
বাজারে এই মাছের উপস্থিতি স্থানীয়দের মধ্যে উৎসাহ ও কৌতূহল সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা বলছেন, এটি কুয়াকাটার বাজারে ধরা পড়া সবচেয়ে বড় কোরাল মাছ। এর আগে ১৫ আগস্ট লেম্বুরবন এলাকায় ২৩ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছিল, যা বাজারে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।
মৎস্য ব্যবসায়ী মোঃ বশির গাজী জানান, বড় সাইজের মাছের চাহিদা বেশি থাকায় তারা উপকূলীয় জেলে এবং বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে নিয়মিত মাছ সংগ্রহ করেন।
বখতিয়ার রহমান বলেন, বর্ষা মৌসুমে বড় মাছ ধরা সম্ভব। তবে বড় কোরাল মাছের অনেক সময় স্বাস্থ্যজনিত কারণে বাজারে আসে। পলিথিন, মাইক্রো প্লাস্টিক ও রোগের কারণে কিছু মাছ ভেসে যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি উপকূলীয় জেলেদের জন্য ইতিবাচক খবর। বড় কোরাল মাছ ধরা, নিষেধাজ্ঞা মেনে চলা এবং মনিটরিংয়ের ফলে জেলেদের মাছের উৎপাদন বৃদ্ধি ও লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে।
Leave a Reply