বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
এম.কে. রানা,অতিথি প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সূর্য বলেছেন, সাংবাদিকরা সু-শাসনের পাহারাদার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশা হিসেবে সাংবাদিকতা করেছেন। ১৯৭৪ সালে সাংবাদিকদের রক্ষাকবচ হিসেবে বঙ্গবন্ধুই আইন চালু করেন। গণমাধ্যম চাকরীর শর্তাবলী আইনে সাংবাদিক ইউনিয়নের কথা উল্লেখ রয়েছে। তাই সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ইউনিয়ন।
আজ শনিবার (১০ নভেম্বর) সকালে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তাসহ সাংবাদিক কল্যাণে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও বরিশাল জেলা কাউন্সিল-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ডিইউজে সভাপতি সূর্য আরো বলেন, সাংবাদিকতায় অনেক ঝুঁকি রয়েছে, এটা মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরী। তবে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তাদের সাথে ঐক্য করা যাবেনা।
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলার আহ্বায়ক কাজী মিরাজ মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট কাওসার হোসাইন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন কামাল, ভোলা জেলা সভাপতি আফজাল হোসেন, সদস্য মো. মোশারফ হোসেন, ঝালকাঠি জেলার সাবেক সভাপতি আজমির হোসেন তালুকদার, বরগুনা জেলা সভাপতি জাকির হোসেন মিরাজ ও পিরোজপুর জেলা সভাপতি জহিরুল হক টিটু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিভাগের ৬টি জেলার প্রায় দুই শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা সু-শাসনের পাহারাদার – ডিইউজে সভাপতি সূর্য
এম.কে. রানা, বরিশাল ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক আবু জাফর সূর্য বলেছেন, সাংবাদিকরা সু-শাসনের পাহারাদার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশা হিসেবে সাংবাদিকতা করেছেন। ১৯৭৪ সালে সাংবাদিকদের রক্ষাকবচ হিসেবে বঙ্গবন্ধুই আইন চালু করেন। গণমাধ্যম চাকরীর শর্তাবলী আইনে সাংবাদিক ইউনিয়নের কথা উল্লেখ রয়েছে। তাই সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ইউনিয়ন।
আজ শনিবার (১০ নভেম্বর) সকালে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তাসহ সাংবাদিক কল্যাণে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও বরিশাল জেলা কাউন্সিল-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ডিইউজে সভাপতি সূর্য আরো বলেন, সাংবাদিকতায় অনেক ঝুঁকি রয়েছে, এটা মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরী। তবে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তাদের সাথে ঐক্য করা যাবেনা।
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলার আহ্বায়ক কাজী মিরাজ মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট কাওসার হোসাইন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন কামাল, ভোলা জেলা সভাপতি আফজাল হোসেন, সদস্য মো. মোশারফ হোসেন, ঝালকাঠি জেলার সাবেক সভাপতি আজমির হোসেন তালুকদার, বরগুনা জেলা সভাপতি জাকির হোসেন মিরাজ ও পিরোজপুর জেলা সভাপতি জহিরুল হক টিটু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিভাগের ৬টি জেলার প্রায় দুই শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply