শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামীকাল সোমবার দুপুর থেকেই দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি কমে আসবে। তবে দক্ষিণাঞ্চলে সারাদিনই কিছুটা বৃষ্টিপাত হতে পারে। পরে মঙ্গল ও বুধবার আকাশ পরিষ্কার থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বেশিরভাগ জায়গায়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। কোথায়ও কোথায়ও জোরেও বৃষ্টি হয়। অফিস ছুটির সময় বৃষ্টি হওয়ায় দুভোর্গে পড়েন মানুষজন। অনেকেই একই স্থানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন।
আবহাওয়াবিদ ওমর ফারুখ বলেন, ‘সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি কমে আসবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময়ে সাধারণত দিনের তাপমাত্রা কমে আর রাতের তাপমাত্রা বাড়ে। এখনও সেটাই দেখা যাচ্ছে। ’
আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথায়ও কোথায়ও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায় ১২ মিলিমিটার।
Leave a Reply