বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথকে ‘না’ বলেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার বিরুদ্ধে নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ এনে নেতাকর্মীরা তাকে ‘না’ করেন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানায় নেতাকর্মীরা। বরিশালের মেহেন্দীগঞ্জ, হিজলা, কাজীরহাট উপজেলা শাখার নির্যাতন-সন্ত্রাস-দুর্নীতি-মাদক প্রতিরোধ কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল মাতবুব্বর, আয়োজক সংগঠনের সদস্য সচিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও মেহেন্দ্রীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ান হোসেন সাগর, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন দীপু, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল কাদেরসহ মেহেন্দীগঞ্জ, হিজলা, কাজীরহাট উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেহেন্দ্রীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সাগর। লিখিত বক্তব্যে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, হত্যা, নির্যাতন, জমি দখলের অভিযোগ ডকুমেন্টসহ তুলে ধরা হয়।
নেতাকর্মীদের দাবি, পঙ্কজ দেবনাথের এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তাদের হত্যা ও নির্যাতন চালায়। এ সময় তারা এই সংসদ সদস্যের নির্দেশে পরিচালিত নৃশংসতার চিত্র তুলে ধরেন।
শুধু তাই নয়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, লাইব্রেরি প্রভৃতি জায়গা দখল করে তার পরিবারের ব্যক্তিদের নামে মিলনায়তন গড়ে তুলেছেন। ইতিমধ্যে তথ্যপ্রমাণাদি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট জায়গায় পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংসদ সদস্যের বিরুদ্ধে হুটহাট করে দলের কোনো নেতাকর্মী প্রকাশ্যে প্রতিবাদ করতে পারবে না, করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর পরও কেন এই সংবাদ সম্মেলন এমন প্রশ্নের জবাবে ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল মাতবুব্বর বলেন, ‘আমরা তার হত্যাচারে অতিষ্ট, ফলে নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।’
এর আগেও বরিশালে দফায় দফায় সংবাদ সম্মেলন করে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Leave a Reply