শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’। স্টুডিও থিয়েটার হলে এর মঞ্চায়ন করে স্বরবীথি থিয়েটার। নাটকে উঠে এসেছে দরিদ্র পরিবারের কাছ থেকে খাজনা আদায় করতে জমিদারদের নীপিড়ন ও শোষণের গল্প।
খেয়ালী নাট্যগোষ্ঠী আয়োজিত মূল্যবোধের নাট্য রজনীর দ্বিতীয় দিনে মঞ্চায়ন করা হয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’। এতে ওঠে আসে তৎকালীন জমিদাররা খাজনা আদায় করতে প্রজাদের ওপর নিষ্ঠুর অত্যাচারের খণ্ডচিত্র।
নাটকে শত দারিদ্রের মাঝেও যৌথ পরিবার কিভাবে খাজনার টাকা আলাদা করে রাখার চেষ্টা করে তা তুলে ধরা হয়। তবে, প্রয়োজন যে কোন বাঁধা মানে না তাও ওঠে আসে এই নাটকে।
বড় ভাইয়ের জমানো খাজনার টাকা ভেঙ্গে ফেলে ছোট ভাই ছিদেম। আর এই টাকা দিয়ে কিনে আসে বউয়ের পছন্দের জিনিস। এই নিয়েই শুরু হয় দুই ভাইয়ের বউদের তুমুল ঝগড়া।
এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। অর্ধাহারে অনাহারে দিন কাটলেও সুখ আসে না তাদের যৌথ পরিবারে।
Leave a Reply