শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে জমি বিরোধের জের ধরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভাই গাছ কাটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডের সেকান্তর আলী মাতবর বাড়ির শাজান মাতবর তার দুই ছেলে সামসুল আলম ও আলাউদ্দিনকে চরছকিনা মৌজার এসএ ১০০৪নং খতিয়ানের ২৩৮ ও ২৪৫নং দাগ থেকে ৪৫ শতাংশ করে ৯০ শতাংশ জমি হেবা দলিল দিয়ে দখল বুঝিয়ে দেন।
সামসুল আলম তার নামে দলিলকৃত জমি দখল করেও জোরপূর্বক ছোট ভাই আলাউদ্দিনের দখলে থাকা জমি দখল করার পায়তারা দিতে থাকে। আলাউদ্দিনের বাগান থেকে রেন্ডি গাছসহ বিভিন্ন ফলফলাদি ও কাঠ গাছ বিগত প্রায় চার মাস আগে বেপারিসহ লোকজন নিয়ে জোরপূর্বক কেটে নেয়।
এ নিয়ে সমাজে দেনদরবার চলতে থাকে। পরে সুচতুর সামসুল আলম উল্টো তার ভাই আলাউদ্দিনসহ পাঁচ জনের নামে ভোলা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গাছ কাটার মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং এম পি ৬২/১৮, তারিখ ২৬/৪/২০১৮ইং। এলাকাবাসি জানান, ওই গাছ চার পু্বে সামসুল আলম চরছকিনা গ্রামের ফরাজি বাজারের কাঠ বেপারি মতিন মোল্লার কাছে বিক্রি করেছেন। পরে মতিন মোল্লার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বয়স ৭৩ বছর। দেশ স্বাধীনের ছয় বছর আগে থেকে গাছের ব্যবসা করি। আমি মিথ্যা বলবনা। চার আগে সামসুল আলম আমার কাছে দশ হাজার দুইশ টাকার গাছ বিক্রি করেন। পরে আমি গাছ কেটে আনি।
Leave a Reply