শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক:বরিশাল নগরীর ২৮নং ওয়ার্ডের চহুতপুরে খালেদের বিরুদ্ধে অভিনব কায়দায় চুরির অভিযোগ উঠেছে।তার ফাঁদে পড়ে অসহায় গরীব শ্রেনীর মানুষ নিয়মিত প্রতারিত হচ্ছে বলেও জানা যায়।ফলে চহুতপুরের সাধারণ মানুষ ও ভবন মালিকদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম খালেদ।
এলাকাবাসীর অভিযোগ খালেদের মাধ্যেমে ভবন তৈরির ইট,বালু না নিলে গভির রাতে তা চুরি হয়ে যায়।চুরিকৃত মালামাল তিনি উদ্দার করে দেন ! প্রশ্ন থেকে যায় এখানে, ভবন তৈরি মালামাল কোথায় আছে তাও তিনি এক নিমিষে বলে দেন,পাশাপাশি ওই ভবন মালিক নিজেই চাঁদাবাজ খালেদের সাথে আপোষ করেন। সুত্র বলছে,গত মোঙ্গলবার দুপুর সোয়া দুইটার সময় শেরে বাংলা সড়ক এলাকার আশিকের বন্ধু সিরাজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ দিকে একেরপর এক ঘটনা জন্ম দিচ্ছি ধলা খালেদ, নাম বলতে অনিচ্ছু, একাধীক ব্যাক্তি জানান, কাউঞ্চলার জাহাঙ্গীর হোসেন’র ভাগিনা পরিচয় দিয়ে এলাকায় অপরাধ মুলক কর্মকান্ড করে আসছে ।একই এলাকার এক এনজীয়ও কর্মী বলেন,রাতে আধারে খালেদ কোন বাসা,বাড়িতে উকি ঝুকি দেয়,তাদের অবৈধ কর্মকান্ড দেখে, মোটা অংকের চাঁদাদাবী করে।এরকম হাজারো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এ সকল বিষয় কাউঞ্চলার জাহাঙ্গীর হোসেন বলেন, খালেদ নামে যে যুবক আমার ওয়ার্ডে বসবাস করে সে আমার পূর্ব পরিচিতি এবং দুই দিন আগে ঘটনা ঘটিয়েছিল তা আইন শৃংখলা বাহিনী সহ আমরা সমাধান করে দিছি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এলাকার অধিকাংশ ছেলে,আমায় মামা বলে ডাকে এ কথা সত্য ,আর মামা ডেকে ওয়ার্ডে কেউ অপকর্ম করে যাবে তাকে কোন ছার দেয়া হবে না।এবিষয় খালেদ এর কাছে জানতে চাইলে,তিনি বলেন আমি এলাকায় যাই কিছুই করি, আমার মামা কাউঞ্চলার জাহাঙ্গীর হোসেনকে জানিয়েই করি।
স্থানীয় নিরহ যুবককে কি ভাবে মাদক ব্যবসীয় বানালো এই খালেদ
বিস্তারিত আসছে…….
Leave a Reply