বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহিম মেহেন্দিগঞ্জ, প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরেহাগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ শাহ্কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর চরহোগলা গ্রামের হাওলাদার বাড়ীর সামনে দক্ষিণ চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এর পুর্বে থানা পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রধান করেন। পরে জানাজা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আলম বয়াতি, সাবেক কমান্ডার আঃ বাতেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাংবাদিক নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর আঃ মোতালেব জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা পীযূষ চন্দ্র দে বলেন যাদের বিনিময়ে আজ আমরা স্বাধীন ভাবে চাকুরী করে নামি দামি গাড়িতে চরতে পারি, সেই মহান বীর মুক্তিযোদ্ধারা একে একে চলে যাচ্ছে। আজ আমরা মুক্তিযোদ্ধাদেরকে গার্ড অব অনার দিতে পারলেও এমন একটা সময় আসবে অফিসারেরা জানবেই না মুক্তিযোদ্ধাদেরকে গার্ড অব অনার দিয়েছি। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ শাহ বৃহস্পতিবার ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply