সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জের তুলাতলা সেতুর সংযোগ সড়ক ভেঙে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। আর এ মৃত্যুকূপ থেকে সাধারণ মানুষকে রক্ষায় সেখানে উড়ছে লাল নিশান। দীর্ঘদিনেও সংস্কার না করায় সড়কের অর্ধেকটা ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে বাকেরগঞ্জের তুলাতলা সেতুর সংযোগ সড়কে গিয়ে দেখা গেছে অবিরাম বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সাহেবগঞ্জ পয়েন্টে বর্তমানে বিশাল ভাঙন ধরেছে, যা দেখলে ভয় লাগে। স্থানীয়রা জানান, এটা এখন মৃত্যুকূপ। ওই কূপের পাশে কেউ গেলে ভেঙে নীচে চাঁপা পড়ে যেকোন সময় প্রাণহানীও ঘটতে পারে বলে আশংকা করছেন তারা। তাই স্থানীয়রা তাদের শিশুদের নিয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।
অপরদিকে সংযোগ সড়কের ওই গর্তের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এছাড়া সড়কটি ভেঙে গেলে পাশের ১০টি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে গ্রামবাসীর। অচিরেই এ সড়কটি সংস্কার করার দাবী জানিয়েছে স্থানীয়রা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্ষতির পরিমান বেশি হওয়ায় বরাদ্দের প্রয়োজন, তাই তাৎক্ষণিক কিছু করা যাচ্ছেনা।
Leave a Reply