বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সাম্প্রতিক ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশজুড়ে আতঙ্ক বাড়ছে। কারণ বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে—এটি হয়তো বড় ভূমিকম্পের আগাম সংকেত। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় প্রাণহানি ঘটেছে ১০ জনের; আহত হয়েছেন ৬০০–রও বেশি মানুষ; ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা ও ভবন। পরদিন একই অঞ্চলে তিন দফা আফটারশক পরিস্থিতিকে আরও দুর্বোধ্য করে তুলেছে।
বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ দেশ—এ তথ্য নতুন নয়। কারণ দেশের নিচে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের অবিরাম সংঘাত গড়ে তুলেছে বহু সক্রিয় ফল্ট লাইন। সবচেয়ে ভয়ংকর ফল্টগুলোর মধ্যে আছে মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট ও সিলেট লাইনমেন্ট। এর মধ্যে মধুপুর ফল্ট বিশেষভাবে বিপজ্জনক কারণ এখানে গত ৪০০ বছর ধরে জমে আছে ভয়ংকর চাপ।
ভূতাত্ত্বিকরা মনে করেন, মধুপুর ফল্টে চাপ মুক্তি পেলে ভূমিকম্পের মাত্রা হতে পারে রিখটার স্কেলে ৮। এই ফল্ট থেকে ঢাকার দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার, যা ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়। গবেষণায় বলা হয়েছে, যদি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পও হয়, তবে টাঙ্গাইলের পাশাপাশি ঢাকা শহরের ৪০–৬৫ শতাংশ ভবন ধসে পড়তে পারে।
তবে এখানেই শেষ নয়। সিলেট অঞ্চলের জৈন্তাপুরে অবস্থিত ডাউকি ফল্টের পশ্চিম প্রান্তে ৪০০ বছর ধরে বড় কোনো ভূমিকম্প হয়নি। ১৮৯৭ সালে এর পূর্ব প্রান্তে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে পুরো অঞ্চল কেঁপে উঠেছিল। পশ্চিম প্রান্তে চাপ জমে থাকা মানে—সেখানে যেকোনো বড় ভূমিকম্পের সম্ভাবনা প্রবল। এই অঞ্চলে বড় আঘাত এলে তার প্রভাব সিলেট, সুনামগঞ্জ ছাড়িয়ে ঢাকা পর্যন্ত বিস্তার ঘটাবে।
ইতিপূর্বে ২০১২ সালে মধুপুর এলাকায় দেখা দেওয়া দীর্ঘ ফাটল সতর্ক করেছিল যে ভূগর্ভস্থ চাপ বাড়ছে। ৫–৬ ইঞ্চি ব্যাস এবং ২৫–২৬ ফুট গভীর এই ফাটল ছিল স্পষ্ট ভূতাত্ত্বিক সংকেত।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ৩৯টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। এদের মধ্যে ১১টি হয়েছে ঢাকার ৮৬ কিলোমিটারের মধ্যে—অর্থাৎ মোট ভূমিকম্পের ২৮ শতাংশই ঢাকার নিকটবর্তী। সবচেয়ে বড় ছিল সাম্প্রতিক নরসিংদীর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প; দ্বিতীয় সর্বোচ্চ ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল রামগঞ্জে।
বিশেষজ্ঞদের মতে, “এতো ঘন ঘন ভূমিকম্প মানে টেকটোনিক চাপ ক্রমশ বাড়ছে। যে কোনো সময় বড় ধাক্কা আসতে পারে।”
দেশের ১৮ জেলার ভূমিকম্প পরিসংখ্যান দেখলে বিশেষজ্ঞরা বলছেন—সময় যতই যাচ্ছে, বড় ঝড় ততই কাছে আসছে।
Leave a Reply