শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি।।বেসরকারি শিক্ষকদের বেতন থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলে পূর্বের ৬ শতাংশের সাথে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিল ও চলতি বছরের জানুয়ারী মাস থেকেই অতিরিক্ত কর্তনের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা সদর উপজেলা শাখা।
রবিবার বিকেল ৫টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এর আগে তারা শহরের বাংলা স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের সদর রোড হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সাইদুল হাসান সেলিম, যুগ্ম মহাসচিব অ্যধক্ষ মো. রফিকুল ইসলাম, সংগঠনের জেলা সহসভাপতি হুমায়ুন কবির, মাইনুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান রিপন, সদর উপজেলা সহসভাপতি আবি আব্দুল্লাহ, মনেজা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহানুর বেগম, মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির উদ্দিন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন খান, সহকারি প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন রাজু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা শিক্ষা জাতীয় করণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
তাদেরকে জাতীয় করণ না করায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পাঁচ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক। যাদের হাতে সারাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার ৯৭ শতাংশ দায়িত্ব। তাদেরকে জাতীয় করণ না করে উল্টো বর্তমান বেতন থেকে অতিরিক্ত চাঁদা আরোপ ‘মরার উপর খাঁড়ার ঘা’ স্বরুপ।
তারা আরও বলেন, গত এক মাস আগে শিক্ষা সচিব এক সাক্ষাৎকারে বলেছিলেন যে অতিরিক্ত চাঁদা কার্যকর করা হবে না। একটি কুচক্রি মহল আমাদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের ব্যাপারে উঠে পরে লেগেছে।
তাই আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রী, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে উক্ত আদেশ প্রত্যাহার করে অতিরিক্ত চাঁদার প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিলের জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply