সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢোকায় দিনরাত দুবার প্লাবিত হচ্ছে ভোলা সদর উপজেলার পাঁচটি গ্রাম। তলিয়ে আছে রাস্তাঘাট, বসতবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি।
এতে চরম দুর্ভোগে প্রায় ২ হাজার পরিবার। তলিয়ে আছে রাস্তাঘাট ও বসতবাড়ি। আউশ ধান ও আমনের বীজতলা এখন পানির নিচে। ভেসে গেছে কয়েক হাজার ঘের ও পুকুরের মাছ।
আম্পানসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো টেকসইভাবে মেরামত ও সংস্কার না করায় বারবার ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
স্থানীয় প্রতিনিধি জানান, প্রতিদিন জোয়ারের পানিতে দুবার প্লাবিত হচ্ছে ভোলা সদর উপজেলার পাঁচটি গ্রাম। এতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি। এখানকার মানুষের অনেক ক্ষতি হয়েছে। এই বাঁধ ঠিক না হলে দুর্ভোগ শেষ হবে না।
Leave a Reply