মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর পৌর ৭নং ওয়ার্ডে বাবা ও মেয়ে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভোলায় মোট ৪ জন আক্রান্ত হয়েছে। এ তথ্য মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুওে নিশ্চিত করেন ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
আক্রান্তরা পৌর ৭নং ওয়ার্ডের বিএভিএস রোডের বাসিন্দা। মেয়ের বয়স ১৮ এবং বাবার বয়স ৫৮। এ ঘটনায় ওই এলাকার ৪৫ বাড়ী লকডাইন করেছেন জেলা প্রশাসন।
ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, গত ২৫ এপ্রিল তাদের দুই জনের নমুনা সংগ্রাহ করে বরিশাল পাঠানো হয়েছে। মঙ্গলবার বাবা-মেয়ের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত দুই জনের সর্দি কাশি রয়েছে। তবে শ্বাস কষ্ট নেই। তাদের বাড়ীতে রেখেই চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
এব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহি অফিসার মো. মিজানুর রহমান জানান, নতুন দুইজন আক্রান্ত হওয়ায় ওই বাড়ী সহ বিএভিএস রোর্ডের আশপাশের ৪৫টি বাড়ী লকডাইন করা হয়েছে। ওই এলাকায় প্রশাসনের নজরধারীতে রয়েছে। এর পূর্বে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের শিশু ও মনপুরায় ২২ বছরের যুবক আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার নতুন করো ১২ জনের নমুনা সংগ্রহ বরিশাল পাঠানো হয়েছে। সূত্র আরোও জানায়, ১ এপ্রিল হতে এ পর্যন্ত মোট ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২৩১ জনের। যার মধ্যে ২২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
Leave a Reply