রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৩ মার্চ) এ কমিটি স্থগিত করা হয়। একই সাথে উপজেলা কমিটি কর্তৃক গঠণকৃত সদর উপজেলার ৯টি ইউনিয়ন ছাত্রলীগের নব-কমিটিও বাতিল করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গত ২২ মার্চ ভোলা সদর উপজেলা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত ভোলা সদর উপজেলা আওতাধীন ভেদুরিয়া, চরসামাইয়া, শিবপুর, পূর্ব ইলিশা, উত্তর দিঘলদী, রাজাপুর, ভেলুমিয়া, বাপ্তা ও পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখা বাতিল বলে বিবেচিত হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও হাসিব মাহমুদ জানান, জেলা ছাত্রলীগের সাথে কোন সমন্বয় না করেই সদর উপজেলা কমিটি ৯টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা দিয়েছে। তাছাড়া ওই কমিটি গঠনের পূর্বে তারা ঠিকমত যাচাই-বাছাই করেনি। তাই ছাত্রলীগের সদর কমিটি স্থগিত ও ৯ ইউনিয়নের ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নেতবৃন্দের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা তিনি। ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম খন্দকার রাকিব বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দিয়েছি। এই কমিটি বাতিল কিংবা স্থগিত করার ইখতিয়ার কারও নেই। যারা এই কমিটিকে স্থগিত ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তারা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছে। আমরা ইউনিয়ন ছাত্রলীগের যে কমিটি ঘোষণা দিয়েছি সেটি দলীয় গঠনতন্ত্র মোতাবেক বৈধ বলে মন্তব্য করেন তিনি।
Leave a Reply