ভোটের রাজনীতিতে হার না মানা রেকর্ড গড়া নেত্রী খালেদা জিয়া Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বিএনপি ও জামায়াত মিলেমিশে দেশের স্বার্থে কাজ করবে: ডা. শফিকুর ডিসেম্বর ২০২৫-এ রেমিট্যান্স ভেঙেছে সব রেকর্ড কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসী বিতাড়নের ঘোষণা আসামে খালেদা-পরবর্তী বিএনপি: নেতৃত্ব, নির্বাচন ও তারেক রহমানের কঠিন পরীক্ষা জানাজায় গিয়ে মৃত্যুবরণ, নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হিজলায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বরিশালে নতুন বছরের বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা মনোনয়নপত্রে প্রকাশ তারেক রহমানের সম্পদের চিত্র স্বাগত ২০২৬: নির্বাচন, অর্থনীতি ও সামাজিক প্রত্যাশার সন্ধিক্ষণে বাংলাদেশ




ভোটের রাজনীতিতে হার না মানা রেকর্ড গড়া নেত্রী খালেদা জিয়া

ভোটের রাজনীতিতে হার না মানা রেকর্ড গড়া নেত্রী খালেদা জিয়া




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন ভোটের অঙ্কে এক অনন্য নাম। শুধু জয়ী হওয়াই নয়, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিপুল ভোট ব্যবধানে বিজয় তার নির্বাচনী রাজনীতিকে করেছে আলাদা ও ব্যতিক্রমী।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ী হন। ওই নির্বাচনে বগুড়া-৭ আসনে তিনি পান ৮৩ হাজার ৮৫৪ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র ২৪ হাজার ৭৬০ ভোট। ঢাকা-৫ আসনে ৭১ হাজার ২৬৬, ঢাকা-৯ আসনে ৫৫ হাজার ৯৪৬, ফেনী-১ আসনে ৩৬ হাজার ৩৭৫ এবং চট্টগ্রাম-১ আসনে ৬৯ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালেও পাঁচটি আসনে প্রার্থী হয়ে সবকটিতে জয় পান খালেদা জিয়া। ওই নির্বাচনে বগুড়া-৬ আসনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার ৬৬৯ ভোট, বগুড়া-৭ আসনে ১ লাখ ৭ হাজার ৪১৭ ভোট। ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ আসনেও তার জয় ছিল সুস্পষ্ট ব্যবধানে।

২০০১ সালের নির্বাচনে আবারও পাঁচটি আসনে প্রার্থী হন তিনি। বগুড়া-৬ আসনে ২ লাখ ২৭ হাজার ৩৩৫ ভোট পেয়ে জয়ী হন, যা ছিল ওই সময়ের অন্যতম সর্বোচ্চ ভোটপ্রাপ্তির রেকর্ড। বগুড়া-৭, খুলনা-২, ফেনী-৩ ও লক্ষ্মীপুর-২ আসনেও বড় ব্যবধানে বিজয়ী হন তিনি।

২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে যথাক্রমে ১ লাখ ৯৩ হাজার ৭৯৩, ২ লাখ ৩২ হাজার ৭৫৮ ও ১ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট পেয়ে জয়লাভ করেন খালেদা জিয়া।

এই দীর্ঘ নির্বাচনী যাত্রা পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু ক্ষমতার রাজনীতির নন, বরং ভোটের রাজনীতিরও এক শক্তিশালী প্রতীক ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD