বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া শুরু করে বরিশাল সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তা মুজিবর রহমান। প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। দুপুর ১২টার দিকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা, বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার ধানের শীষ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস লাঙল, বাসদের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী মই, সিপিবির প্রার্থী একে আজাদ কাস্তে ও ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান মাহবুব হাতপাখা প্রতীক পেয়েছেন। এছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দ পান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে।
Leave a Reply