রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের ৯ উপজেলার ৬টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ৬ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী না থাকায় শুক্রবার তাদের নির্বাচিত ঘোষণা করেন বরিশাল উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার।
ভোট ছাড়াই নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন- বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়ায় গোলাম ফারুক, গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকেরগঞ্জে শামসুল আলম চুন্নু এবং মুলাদী উপজেলায় তরিকুল হাসান খান মিঠু।
রির্টানিং অফিসার অফিস কার্যালয় সূত্র জানিয়েছে, বরিশাল সদর উপজেলায় আনোয়ার হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের প্রার্থী সাইদুর রহমান রিন্টু একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
একইভাবে গত বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বানারীপাড়া উপজেলায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান তার মানোনয়পত্র প্রতাহার করায় গোলাম ফারুক চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মুলাদী উপজেলা থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুব আলীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। ফলে চেয়ারম্যান পদে অন্য কেউ না থাকায় মিঠুই একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগের আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী এবং বাকেরগঞ্জে শামসুল আলম চুন্নু একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় তাদেরকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান ঘোষণা দেওয়া হয়েছে।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং উজিরপুরে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয়েছেন। একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং বাবুগঞ্জ উপজেলায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয়েছেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার জানিয়েছেন, যেসব উপজেলায় একক প্রার্থী রয়েছেন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি এই বিষয়ে নির্বাচন কমিশনে সুপারিশও পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply