বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ ক্যাসিনোসহ সর্ব প্রকার জুয়া খেলার বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে বানারীপাড়ায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের সুমন হাওলাদারের লাকড়ির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাসের নামে জুয়া খেলার অপরাধে আটকৃত জুয়াড়িরা হলো- আ.মান্নান হাওলাদার(৩৮), ইস্রাফিল ঘরামী (৪২), আ. রাজ্জাক হাওলাদার (৩১), ফকরুল ইসলাম হাওলাদার (৪০), খলিলুর রহমান বেপারী (৩৪), শাহাদাৎ হোসেন (৩৪) । তাদের কাছ থেকে ৭ হাজার ৮শত টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়েছে।
এ ব্যপারে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান সন্ত্রাস,মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply