বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের কাছে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এ অনাস্থা প্রস্তাব দেন। এ বিষয়ের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব পাওয়া গেছে।
পরবর্তীতে বিধি অনুযায়ী এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে বাইশারী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ বলেন, আমি জনগনের ভোটে তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ দলীয় সভা নেত্রী শেখ হাসিনা মনোনীত দলীয় প্রার্থী হিসেবে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সময় মনোনয়ন বঞ্চিত ও আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। মাইনুল হাসান মোহাম্মদ বলেন, আমি কোন দূর্নীতি করিনি এবং আমি কোন উন্নয়ন কজের সিপিসি ছিলাম না। ইউপি সদস্যরাই প্রতিটি উন্নয়ন কাজের সিপিসি ছিলেন। এক্ষেত্রে দূর্নীতি করলে তারাই করেছেন, যারা উন্নয়ন কাজের সিপিসি ছিলেন।
এ বিষয়ে বাইশারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ হোসেন বলেন, ২৫ মে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে ইউপি সদস্যরা বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উত্থ্যাপন করেন। এ সময় উপস্থিত ইউপি সদস্যরা চেয়ারম্যান মাইনুল হাসানকে অনাস্থা প্রস্তাব দেন বলে প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন জানান।
Leave a Reply