রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে মুম্বাই পুলিশ। ‘জনসত্তা’ ও ‘নব ভারত টাইম’ এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্টে এই মৃত্যুকে ‘গলায় ফাঁস দিয়ে’ মৃত্যু বলেই উল্লেখ করা হয়েছে।
ডা আরএন কুপার মিউনিসিপাল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিন চিকিৎসকের একটি দলের পরিচালনায় ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে যে মৃত্যুর অস্থায়ী কারণ শ্বাসকষ্ট ছিল যা ঝুলে থাকার কারণে হয়েছিল। অস্থায়ী পোস্ট মর্টেম রিপোর্ট বান্দ্রা থানায় দেওয়া হয়েছে। এর আগে সুশান্তের শরীরে কোনও বিষাক্ত পদার্থ আছে কিনা পরীক্ষা করার জন্য জেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার (১৫ জুন) পাটনা থেকে মুম্বাই পৌঁছানোর পরে অভিনেতার শেষকৃত্য করা হবে।
এদিকে আরও একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ-এর একটি টিম ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে দায়িত্ব নিয়েছে। তদন্তের স্বার্থেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সুশান্তের ফ্ল্যাটের বিভিন্ন প্রান্ত খতিয়ে দেখছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, আত্মহত্যা নাকি খুন? সুশান্তের পরিবারের তরফে এই মৃত্যু আত্মহত্যা নয় বলেই দাবি করা হয়েছে।
সূত্র: জি নিউজ
Leave a Reply