রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
স্টাফ রির্পোটার :বাকেরগঞ্জের ভরপাশায় ব্যাক্তি মালিকাধিন জমিতে জোরপুর্বক বৈদ্যতিক খুটি স্থাপনের পায়তারার অভিযোগে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ (২৯ আগস্ট) বরিশালের বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে এ মামলাটি দায়ের করেন ভরপাশা এলাকার বাসিন্দা ভুক্তভোগী আব্দুল মন্নান সিকদার। আদালতের বিচারক এ নালিশি মামলাটি গ্রহন করে পরবর্তি আদেশের জন্য রেখে দিয়েছেন বলে জানিয়েছেন মামলা পরিচালনাকারী আইনজীবী মোঃ সহিদুল ইসলাম।
নালিশি মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভরপাশা মৌজার এস.এ ৬৮৩ নং খতিয়ানের হাল ৩৪৬ নং দাগের .৩২ একর জমি ক্রয় সুত্রে মালিক থেকে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে আব্দুল মন্নান সিকদার। নিজেদের বসবাসের পাশাপাশি বাকি জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে। এদিকে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ ওই জমির উপর থেকে তাদের বৈদ্যুতিক লাই টেনে নেয়ার জন্য পায়তারা চালিয়ে আসলে।
এতে নিরাপদে বসবাসের জন্য পৌরসভার মেয়র ও স্থানীয় কমিশনারের সুপারীস নিয়ে আব্দুল মন্নান সিকদার গত ১৬ জানুয়ারী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন করেন, যাতে তার জমির উপর দিয়ে বৈদ্যুতিক লাইন না নেয়া হয়। কিন্তু ওই আবেদনের তোয়াক্কা না করে গত ২৮ আগষ্ট বিবাদিরা আব্দুল মন্নান সিকাদারের জমিতে গিয়ে বৈদ্যতিক পিলার স্থাপনের কথা বলে।
এসময় আব্দুল মন্নান ডাক চিৎকার করলে পার্শবর্তি লোকজন এসে পরায় বিবাদিরা চলে যায়। তবে যাওয়ার আছে তারা জানিয়ে যায়, যে করেই হোক ওই জমির উপর থেকেই বৈদ্যতিক লাইন টানা হবে এবং ওই জমিতেই বৈদ্যুতিক পিলার স্থাপন করা হবে। তাই ব্যাক্তি মালিকানাধিন ওই জমির উপর দিয়ে বিবাদিরা যাতে তাদের বৈদ্যতিক লাইন না নিতে পারে সেই মর্মে আদালতের কাছে নিশেধাজ্ঞা চেয়ে এ মামলাটি দায়ের করা হয়েছে।
Leave a Reply