বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
বাবুগঞ্জে বরিশালের সায়েস্তাবাদ থেকে
বর যাত্রী ফিরে গেল খালি হাতে
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠী গ্রামে বরিশালের শায়েস্তাবাদ থেকে বর যাত্রী এসে কনে ছাড়াই খালি হাতে ফিওে যেতে হয়েছে। ২৪ আগষ্ট ক্ষুদ্রকাঠী গ্রামের মোঃ মালেক পঞ্চায়েত এর বাড়িতে চলছিল কনে তুলে দেওয়ার প্রস্তুতি। গেইট প্রস্তুত,সকাল থেকেই মাংস,পোলাউ,ফেরনি,জর্দা রান্না চরিয়েছেন বাবুর্চি। হঠাৎ করেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার ডেকে পাঠালেন কনের বাবা কে।
বন্ধ হয়ে গেল সব আয়োজন।জানা যায়,বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী মার্জিয়া আক্তার(১৪) কে জোর পূর্বক বিয়ে দিচ্ছে তার পরিবার।বরিশালের সায়েস্তাবাদ এলাকার হায়েরসার গ্রামের আব্দুর রহিম চাপরাশীর পূত্র মোঃ মিলনের সাথে এই বিয়ের আয়োজন করা হয়েছিল।পরে ইউএনও এর হস্তক্ষেপে সব আয়োজন ভেস্তে যায়। কনের বাবা মালেক পঞ্চায়েত বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিয়েটি বন্ধ করে দেয়া হয়।চিন্তার বিষয়টি হল গোপন একটি সূত্র জানিয়েছে,গত দুই মাস আগে ভূয়া কাগজ পত্রের মাধ্যমে তাদের কাবিন সম্পন্ন করা হয়েছে।কনে তুলে দেওয়ার আয়োজন শুধুই আনুষ্ঠানিকতা।
Leave a Reply