বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় সমাজ ও পরিবার প্রেম মেনে না নেওয়ায় প্রেমিক ও প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা। গুারুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা
গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস মোহনকাঠী গ্রামের হিরোলাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এ- কলেজের নবম শ্রেনীর ছাত্রী পূজা বৈরাগীকে দেড় বছর পূর্বে বোন ডাকেন। এরপর থেকেই উভয়ই উভয়ের বাড়িতে যাতায়াত করে কথাবার্তা বলত। এর মধ্যেই দুইজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।
তারা চুটিয়ে প্রেম করতে থাকেন। এ ঘটনা জানাজানির পর সমাজ ও পরিবার থেকে প্রেম করে বিয়ে মেনে নিজে রাজি হয়নি। এ কারণে অভিমান করে প্রেমিক প্রকাশ ও প্রেমিকা পূজা সোমবার সকালে প্রকাশের মামা বাড়ি উজিরপুরের ভাউধর বাড়ৈ বাড়িতে গিয়ে দুইজনে বিষপান আত্মহত্যার চেষ্টা করে। তাদের দেখে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply