সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ বরিশালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের সংবর্ধনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হাজারো মানুষের আনন্দ উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হলো হতাশা ও ক্ষোভে, যার ফলে সংবর্ধনা অনুষ্ঠান বিশৃঙ্খলায় গড়ায়। খেলোয়াড়দের দেখা ও বক্তব্য শোনার আশায় দীর্ঘ সময় অপেক্ষা করা দর্শকরা যখন তেমন সুযোগ পেলেন না, তখন তারা মঞ্চ ভাঙচুর করে প্রতিবাদ জানান।এসময় হুরোহুরি আর ইট পাটকেলের আঘাত অন্তত ৫০ জন আহত হয়। এ ছাড়া অনেক মিডিয়াকর্মীর ট্রাইপড এবং ক্যামেরা ভেঙে যায়। এর আগে ফরচুন বরিশালের কর্ণধর মোহাম্মদ মিজানুর রহমান ফরচুন বরিশালের প্লেয়ারদের এবং প্রশাসনের ব্যাক্তিদের নিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করে। প্রদর্শনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক, ডি আই জি সহ প্রশাসনের ঊর্ধ্বতনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকেই বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়। প্রখর রোদ উপেক্ষা করেও ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাতে থাকেন, প্রিয় তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তকে কাছ থেকে দেখার আশায়।
দর্শকদের প্রত্যাশা ছিল, চ্যাম্পিয়ন ক্রিকেটাররা সংক্ষিপ্ত হলেও কিছু বক্তব্য রাখবেন, দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন। কিন্তু বিকেল ৪টার দিকে লাল রঙের দুটি গাড়িতে করে ফরচুন বরিশাল দল প্রবেশ করার পর উচ্ছ্বাস মাত্র ৩-৪ মিনিটের মধ্যেই হতাশায় বদলে যায়।
তামিম-মুশফিকরা মঞ্চে উঠলেও কোনো বক্তব্য দেননি, দর্শকদের সঙ্গে কথাও বলেননি। শুধু ট্রফি উঁচিয়ে শুভেচ্ছা জানিয়ে হাত নেড়ে চলে যান। মুহূর্তেই দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা চিৎকার শুরু করেন, কিছু চেয়ার ভাঙচুর করেন এবং একপর্যায়ে মঞ্চের কিছু অংশ ক্ষতির শিকার হয়।
অনেক দর্শকই মনে করেন, এত বড় আয়োজনের পর মাত্র কয়েক মিনিটের জন্য খেলোয়াড়দের দেখা পাওয়া অসম্মানজনক। অন্তর নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, আমরা তো মনে করেছিলাম খেলোয়াড়দের কাছ থেকে কিছু কথা শুনব, কিছু সময় কাটাব। কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হলো।আরেকজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দিন অপেক্ষায় রেখে মাত্র ৩-৪ মিনিটের জন্য এসে চলে গেলেন! বরিশালবাসী এটা মেনে নিতে পারছে না।
এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন আয়োজনের মানে কী, যদি দর্শকরা প্রিয় খেলোয়াড়দের সঙ্গে কিছু সময় কাটাতে না পারেন? বরিশালবাসীর প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু সেটি পূরণ না হওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আয়োজকদেরও উচিত ছিল দর্শকদের আবেগকে গুরুত্ব দেওয়া।
ফরচুন বরিশালের বিপিএল জয় বরিশালের জন্য গর্বের বিষয়, কিন্তু সংবর্ধনার অভিজ্ঞতা দর্শকদের জন্য এক অপ্রত্যাশিত হতাশা হয়ে থাকল।
Leave a Reply