বরিশালে এক বছরের বেশী সময় ধরে বেতন-ভাতা বঞ্চিত কর্মচারীদের মানবেতর জীবনযাপন Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বরিশালে এক বছরের বেশী সময় ধরে বেতন-ভাতা বঞ্চিত কর্মচারীদের মানবেতর জীবনযাপন

বরিশালে এক বছরের বেশী সময় ধরে বেতন-ভাতা বঞ্চিত কর্মচারীদের মানবেতর জীবনযাপন




আগৈলঝাড়া প্রতিনিধি।। এক বছরের বেশী সময় যাবৎ সরকারের চাকুরী করেও কোন বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে বরিশালের আগৈলঝাড়ায় নিয়োগ পাওয়া দপ্তরী কাম প্রহরী পরিবারগুলোর সদস্যরা। মানবেতর জীবনযাপন থেকে উত্তরণের জন্য তাদের প্রাপ্য বেতন-ভাতা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১৩ জুন বৃহস্পতিবার লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী কর্মচারীরা।

জানা গেছে, আউটসোর্সিং-র মাধ্যমে সরকার আগৈলঝাড়া উপজেলার ৪১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের এপ্রিল মাসে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ প্রদান করা হয়। ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসের ০৫.১০.০৬০২.০০০.৩৫.০১০.১৭-১৭৭ নং স্মারকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিগণ তাদের স্ব-স্ব বিদ্যালয়ে সুপারিশকৃত কর্মচারীদের নিয়োগপ্রত্র প্রদান করেন। নিয়োগপত্র পেয়ে কর্মচারীরা ওই বছর ২৬ এপ্রিল স্ব-স্ব কর্মস্থলে যোগদান করে। যোগদানের পর থেকে তারা এপর্যন্ত কর্মস্থলে নিয়মিত কাজ করলেও গত ১৩ মাসে তারা বিদ্যালয় থেকে সরকারের কোন বেতন-ভাতা তুলতে পারছে না।

অনুসন্ধানে জানা গেছে, চাকুরী প্রার্থীরা ওই সময় এলাকার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের আর্থিকভাবে ম্যানেজ করেও কাঙ্খিত চাকুরী না পাওয়ায় এবং তাদের দেয়া টাকা ফেরৎ পাবার আশায় ওই সকল প্রভাবশালীদের কথানুযায়ী চাকুরী বঞ্চিতদের দিয়ে চাকুরী পাওয়া প্রার্থীসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার (ইউনিয়নের দায়িত্বে কর্মরত), ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ ১১ জনকে বিবাদী করে বরিশাল সহকারী বিজ্ঞ জজ আদালতে মামলা করিয়ে দেয়। আগৈলঝাড়া উপজেলায় এরকম আটটি মামলা করা হয়। ওই মামলার অজুহাত দেখিয়ে শিক্ষা কর্মকর্তা ৮ জন কর্মচারীকে গত ১৩ মাস যাবৎ কোন বেতন-ভাতা প্রদান করেননি।

ভুক্তভোগীরা জানান, আদালতে মামলা চলমান থাকলেও বিজ্ঞ আদালত তাদের বেতন-ভাতা প্রদানের বিপক্ষে কোন নির্দেশনা বা রায় প্রদান করেননি। বেতন-ভাতা প্রদানের বিপক্ষে আদালতের কোন নির্দেশনা না থাকলেও শিক্ষা কর্মকর্তা ওই মামলার অজুহাত দেখিয়ে তাদের বেতন-ভাতা প্রদান করছেন না।

কাজ করেও বেতন-ভাতা বঞ্চিত ৩৬ নং কদমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কিরণ অধিকারী, ৫০ নং চক্রিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী আইউব খান, ৪১ নং জয়রামপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মচারী মো. মাসুদ দাড়িয়া ও ৪৭ নং দক্ষিণ চাঁদত্রিশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মিরাজ হাওলাদার পৃথক পৃথকভাবে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি বরাবরে লিখিত আবেদন করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার বলেন, নিয়োগ কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশক্রমে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগের পরে আদালতে আটটি মামলা হওয়ায় তাদের বেতন প্রদান করা যায়নি। আদালত বেতন প্রদানে কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আদালত বেতন না দেয়ার যেমন নির্দেশনা দেয়নি তেমনি বেতন দেয়ারও কোন নির্দেশনা প্রদানও করেনি। ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৯ জুন ধার্য তারিখে আদালত বেতন প্রদানের নির্দেশনা দিলে তাদের বেতন দিতে একদিনও বিলস্ব হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সরকার যেহেতু তাদের নিয়োগ দিয়েছে এবং নিয়মিত তারা দায়িত্ব পালন করছেন তাই তাদের বেতন প্রাপ্য। উপজেলা শিক্ষা অফিসারকে আদালত যেহেতু কোন নির্দেশনা প্রদান করেনি, সেহেতু তাদের বেতন প্রদানে বাঁধা থাকার কোন কথা নয়। তারপরেও বিষয়টি শিক্ষা কর্মকর্তাসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বেতন প্রদান ও দ্রুত মামলা নিস্পত্তির আশ্বাস প্রদান করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD