শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বিভিন্ন স্থানে বিলবোর্ড, প্রতীক, ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ রবিবার (১৮ নভেম্বর) মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আচরনবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দলের প্রতীক, ৪৪ টি ব্যানার, ১২০ টি পোষ্টার, ১২ টি বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ও সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এদিকে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির। এ সময় ৩ টি ব্যানার, ২০টি পোষ্টার ও ২টি বিলবোর্ড অপসারণ করা হয়। এছাড়া বানারীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এসময় ১ টি ব্যানার, ২১টি পোষ্টার ও ৩টি বিলবোর্ড অপসারণ করা হয়। বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম, তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ১০টি ব্যানার, ৫টি পোষ্টার, ১০টি বিলবোর্ড অপসারণ করেন।
গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ টি ব্যানার, ৩০টি পোষ্টার ও ৩টি বিলবোর্ড অপসারণ করা হয়।
Leave a Reply