মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্র এলাকায় নতুন করে জোড়া নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। মালয়েশিয়া–ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদানের নিকটবর্তী সাগরে একটি নিম্নচাপ এবং শ্রীলঙ্কার দক্ষিণ–পশ্চিমে আরেকটি নিম্নচাপ একই সময়ে সক্রিয় রয়েছে। বেসরকারি গবেষণাকেন্দ্র থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে এ সতর্ক তথ্য প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, মেদানসংলগ্ন নিম্নচাপটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কার দক্ষিণ–পশ্চিমের নিম্নচাপটি ক্রমশ উত্তর–পূর্বের দিকে সরে যাচ্ছে। দুটি নিম্নচাপ পরস্পর থেকে ভিন্ন দিকের হলেও উভয়টির শক্তিশালী হওয়ার প্রবণতা উদ্বেগ বাড়িয়েছে।
গবেষকরা মনে করছেন, নিম্নচাপ দুটির মধ্যে যেটি দীর্ঘ সময় টিকে থাকবে তা শিগগিরই গভীর নিম্নচাপে পরিণত হয়ে পরবর্তীকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ধরনের ঘূর্ণিঝড় ভারত অথবা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে বলে সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে সাগরের তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুচাপের তারতম্য ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামুদ্রিক এলাকায় দুটি নিম্নচাপ সক্রিয় থাকায় দীর্ঘমেয়াদী পূর্বাভাসের নির্ভুলতা কমে যায়। তাই ঘন ঘন পরিবর্তনশীল আবহাওয়ায় স্বল্পমেয়াদী পূর্বাভাসই বেশি কার্যকর হবে।
গবেষণাকেন্দ্র সতর্ক করে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের মানুষকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। জেলেদের অপ্রয়োজনীয় সমুদ্রমুখী যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে তীরবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।
এ ছাড়া সরকারি আবহাওয়া দপ্তরের নিয়মিত আপডেট এবং বিশেষ বুলেটিন পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
Leave a Reply