বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
রাজশাহীর মোহনপুরে মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশকে হাত করে কুখ্যাত ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী জুয়েল রানা ওরফে ফেন্সি জুয়েল সহযোগি ব্যবসায়ী হাসান আলীকে ১১ পিস ইয়াবাসহ ধরিয়ে দিয়েছে। মূল হোতা ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী জুয়েল রানা ওরফে জুয়েলকে গ্রেপ্তার না করায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মোহনপুর থানার এএস আই মেহেরুল্লাহ’র সাথে যোগাযোগ করলে তিনি জুয়েল রানার কাছ থেকে সুবিধা নেয়ার কথা অস্বীকার করে বলেন, হাসান আলীকে গ্রেপ্তারের সময় জুয়েল রানা ছিলনা। বুধবার রাতে হাসান আলীকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার খয়রা গ্রামের আলিম উদ্দিনের ছেলে জুয়েল রানা ওরফে ফেন্সি জুয়েল (৩০), আয়েজ উদ্দিন ছেলে হাসান আলী (২৭) যৌথভাবে দীর্ঘদিন ধরে খয়রা মোড়সহ আশে-পাশের এলকায় ফেন্সিডিল ও ইয়াবার পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছিল। ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ীর মূল হোতা ছিল জুয়েল রানা। এলাকায় জুয়েল রানা ফেন্সি জুয়েল নামে পরিচিত। গ্রেপ্তারকৃত হাসান আলী ফেন্সিডিল ও ইয়বা খুচরা ও পাইকারি বিক্রয় করত। গত মঙ্গলবার রাতে তাদের ফেন্সিডিল হারিয়ে যায়। ফেন্সিডিল ব্যবসায়ী জুয়েল রানা ওরফে ফেন্সি জুয়েল ও হাসান আলীর মধ্যে হিসাব-নিকাশ নিয়ে গন্ডগলের সৃষ্টি হয়। বুধবার জুয়েল রানা মোহনপুর থানার এএস আই মেহেরুল্লাহকে কৌশলে খবর দিয়ে দুপুর ১২ টার সময় খয়রা মোড়ে তসলিম উদ্দিনের বাড়িতে হিসাব-নিকাশে বসে দুই ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী জুয়েল রানা ও হাসান আলী। কিছুক্ষণ পর মোহনপুর থানার এএস আই মেহেরুলল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে মূল ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে সহযোগি ব্যবসায়ী হাসান আলী (২৫) ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। ফেন্সি জুয়েল রানাকে ছেড়ে দেয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোপের সৃষ্টি হলে পরেক্ষণে বুধবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত মোহনপুর থানার এএস আই মেহেরুল্লাহ আবারও সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়েল রানা ওরফে ফেন্সি জুয়েলকে গ্রেপ্তারের জন্য খয়রা মোড়ে অবস্থান করে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আবুল কাশেম আজাদের সাথে যোগাযোগ করলে তিনি জুয়েল রানাকে ছেড়ে দেয়ার কথা জানেন না। তিনি আরো জানান, আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।সুত্র,এফএনএস
Leave a Reply