রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ ইউপি নির্বাচনের ৬ চেয়ারম্যান, ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত নারী সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়েছে। এ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।
নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত বশির আহমেদ।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন ১নং তুষখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার ৩নং মিরুখালী ইউনিয়নের আবু হানিফ খান, ৭নং বেতমোর ইউনিয়নের দেলোয়ার হোসেন, ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের শারমিন জাহান, ৯নং শাপলেজা ইউনিয়নের মিরাজ মিয়া ও ১০নং গুলিশাখালি ইউনিয়নের রিয়াজুল আলম ঝনো।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, দেশের যত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউনিয়ন পরিষদ। আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন এ অনুভূতি আপনাদের মাঝে থাকা প্রয়োজন।
একজন নাগরিকের জন্ম, মৃত্যু সনদের সকল কাগজপত্র ও নাগরিকের আইডেন্টিটি কিন্তু আপনাদের কাছ থেকেই নেওয়া হয়। আপনাদের স্বাক্ষরই হয়। জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাদের স্বাক্ষর ছাড়া হয় না। আপনাদের একটু ভুলের কারণে রোহিঙ্গারাও হয়ে উঠতে পারে আপনার এলাকার নাগরিক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে আপনাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও নির্বাহী অফিসার মো. বশির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়ার থানা ওসি (তদন্ত) আ. হক, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।
Leave a Reply