বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহের মহেশপুরে পিতাকে হত্যার অভিযোগে ছেলে মফিজুল ইসলামকে (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মফিজুল ইসলাম নেপা ইউনিয়নের সেজিয়া হলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেজ ছেলে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পিতা হত্যায় অভিযুক্ত পলাতক আসামি মফিজুল ইসলাম পালিয়ে ভারতে চলে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে জমা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজ বাড়িতে আব্দুল মান্নানকে ছেলে মফিজুল ইসলাম খুন করে। এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিলো।
Leave a Reply