মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপ করেছে। সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইসি একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
সিইসি তার বক্তব্যে স্বীকার করেন যে অতীতের অভিজ্ঞতা ও ভুল থেকে কমিশন শিক্ষা নিয়ে সামনে এগোতে চায়। “একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। আর এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন,”—বলেন তিনি। সিইসি আরও উল্লেখ করেন, পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি পর্যবেক্ষকদের দুটি বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেন। প্রথমত, নতুন পর্যবেক্ষক সংস্থাকে যথাযথ প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, মাঠপর্যায়ে যেসব পর্যবেক্ষককে পাঠানো হবে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকেন—তা অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ নিরপেক্ষতা ছাড়া কার্যকর পর্যবেক্ষণ সম্ভব নয়।
ইসি কর্মকর্তারা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্যই পর্যবেক্ষকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে কমিশন। সংলাপে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এবং নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply